টলিউডের একেবারে প্রথম সারির পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় তাঁকে সাসপেন্ড হয়েছে। সম্প্রতি, এই খবর নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিনোদন জগতে, এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পরিচালকের স্ত্রী শুক্লা দাস।
অরিন্দম শীলের পাশে দাঁড়িয়ে শুক্লা বলেছেন, অরিন্দমের ৩৫ বছরের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন অভিযোগ আনা হয়েছে। এপ্রিল মাসের ঘটনায় এত দিন পর অভিযোগ কেন, প্রশ্ন তুলেছেন পরিচালকের স্ত্রী। প্রসঙ্গত, মঙ্গলবার সরাসরি পরিচালকের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করেন অভিনেত্রী। কয়েক আগে এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে দৃশ্য বোঝানোর নাম করে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন। তার জেরেই ‘ডিরেক্টর্স গিল্ড’ সাসপেন্ড করে পরিচালককে।
শুক্লা দাসের বক্তব্য, ফ্লোরে না থাকলেও সবটা তাঁর জানা। কারণ, অরিন্দম সব সময় সিন, বিহাইন্ড দ্য সিনের ভিডিয়ো স্ত্রীয়ের সঙ্গে শেয়ার করতে থাকেন। বড় বাজেটের ছবিতে চুম্বন দৃশ্যে অভিনয় করতে গিয়ে নতুন অভিনেত্রী অস্বস্তি বোধ করে থাকতে পারেন। কেউ ওকে প্রভাবিত করেছেন এমনটাও হতে পারে বলে মত শুক্লার। তাঁর স্বামীকে ফাঁসানো হচ্ছে, জানিয়েছেন শুক্লা। অন্যদিকে মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যাএর সিরিয়ালেই যে অভিযোগকারিনী অভিনেত্রী অভিনয় করেন, তাও উল্লেখ করেছেন তিনি। স্বার্থের সংঘাত-এর কারণও উল্লেখ করেন।
জয়া আহসান থেকে কোয়েল মল্লিক, অরিন্দমের পরিচালনায় যারা কাজ করেছেন, সকলের সঙ্গে কথা বলা উচিত বলেই মনে করেন শুক্লা। তাঁর মত, পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত।
গত কয়েক বছরে, রূপাঞ্জনা মিত্র সহ একাধিক অভিনেত্রী বিভিন্ন সময় অরিন্দমের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। প্রতিবারই পরিচালক সেই সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এ বার 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'র পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হচ্ছে।
অভিযোগ নিয়ে অরিন্দমের কী বক্তব্য
টিভি ৯ বাংলাকে অরিন্দম জানিয়েছেন, ডিরেক্টর্স গিল্ড তাঁর সঙ্গে কোনও কথা বলেনি। পরিচালকের দবি, মে মাসেই তাঁর আগামী ছবির শুটিং হচ্ছিল। নায়ক নায়িকার চুম্বন দৃশ্য বোঝাতে গিয়ে তাঁর মুখ অভিনেত্রীর গাল ছুঁয়ে যায়।
অরিন্দম শীলকে সাসপেন্ড করার খবর সামনে আসতেই স্বস্তিকার মতো সুদীপ্তা চক্রবর্তী, শতরূপা সান্যালরা, সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।