Arjun Kapoor : অবসাদ, মন খারাপ, জটিল অসুখ অর্জুন কাপুরের, আপনিও কি ভুগছেন হাসিমোটো রোগে ?

Updated : Nov 11, 2024 10:02
|
Editorji News Desk

অসমবয়সী প্রেম, সম্পর্ক নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন অর্জুন-মালাইকা । যদিও ভালবাসার সামনে বয়স যে কিছুই নয়, তা বার বার প্রমাণ করেছেন এই জুটি । কম কটাক্ষেরও শিকার হননি । কিন্তু, কোনও বিতর্কেই কান দেননি তাঁরা । তাঁদের সম্পর্কে কোনও রাখঢাক ছিল না । ফিল্মি অনুষ্ঠান হোক বা পার্টি  সবসময় একসঙ্গে দেখা যেত । খারাপ সময় হোক বা ভাল...বেঁধে বেঁধে থেকেছেন ছয় বছর । কিন্তু, হঠাৎ তাঁদের মধ্যে দূরত্ব বাড়ল । আবারও দু'টো হৃদয় ভাঙল । তবে, বন্ধুত্বটা ভাঙতে দেননি তাঁরা । তাইতো, মালাইকার বাবার মৃত্যুর দিন প্রাক্তন প্রেমিকার কাছে ছুটে গিয়েছিলেন অর্জুন । কিন্তু জানেন কি, বলি অভিনেতা ভয়ংকর একটা রোগে ভুগছেন ।  কী হয়েছে 'সিংঘম' অভিনেতার ?

জানা গিয়েছে, অর্জুন কাপুর হাসিমটো রোগে আক্রান্ত । শরীর ভাল নেই । মন ভাল নেই । অবসাদে ভুগছেন । বারবার মনোবিদের কাছে যাচ্ছেন ।  মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরই কি অসুস্থ হয়ে পড়েছেন অর্জুন ? জানা গিয়েছে, অর্জুনের এই রোগ নতুন নয় । বেশ কয়েক বছর ধরে এই রোগে ভুগছেন বলি অভিনেতা । কিন্তু, এই হাসিমটো রোগ কী ?

হাসিমটো

হাসিমোটোর রোগ একটি অটোইমিউন ডিসঅর্ডার । যা হাইপোথাইরয়েডিজমের কারণ হতে পারে । থাইরয়েডে প্রচুর পরিমাণ লিম্ফোসাইট তৈরি হয় ।  এই ধরনের রোগ থাইরয়েড গ্রন্থি নষ্ট করে দিতে পারে । পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি করতে বাধা দেয় । এটি একটি দীর্ঘস্থায়ী রোগ । অনেকের ক্ষেত্রে অবশ্য ওষুধ দিয়েও এই রোগ নিরাময় করা যায় ।

লক্ষ্মণ

দ্রুত ওজন বৃদ্ধি
ক্লান্তি
অবসাদ
ঠান্ডা লাগা
কোষ্ঠকাঠিন্য
জয়েন্টে ব্যথা
পেশিতে ব্যথা
শুষ্ক ত্বক
হৃদযন্ত্রে সমস্যা
অনিয়মিত পিরিয়ড
চোখ-মুখ ফুলে যাওয়া
চুল পাতলা হয়ে যাওয়া

চিকিৎসা

হাসিমোটো রোগে আক্রান্ত হলেই যে হাইপোথাইরয়েডিজম হবে, তা নয় । তবে,নিয়মিত থাইরয়েড পরীক্ষা করতে হবে । যদি দেখা যায়, আপনার রোগ হাইপোথাইরয়েডিজম দিকে যাচ্ছে, তাহলে ওষুধ খেতে হবে । এই রোগের জন্য নির্দিষ্ট ওষুধ আছে । ওষুধের ডোজও নানারকম হতে পারে । অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ।

অর্জুন সাক্ষাৎকারে কী জানিয়েছেন ?

বলি অভিনেতা অর্জুন কাপুর জানিয়েছিলেন, তিনি 'সবসময়' কোনও না কোনও শারীরিক সমস্যায় ভুগছেন । ৩০ বছর বয়সে তাঁর এই হাসিমোটো রোগটি ধরা পড়ে । তখন তিনি মেনে নিতে পারেননি বিষয়টা । দীর্ঘদিন একটা মানসিক ট্রমার মধ্যে কাটিয়েছেন অর্জুন । অবসাদে ভুগছিলেন কি না, তা প্রথম দিকে বুঝতেও পারেননি । শুধু জানতেন কিছুই কাজ করছে না । পরে তিনি এক মনোবিদের কাছে যান । কিন্তু কাজ হয়নি কোনও । যদিও, পরে এক থেরাপিস্ট তাঁর রোগ নির্ণয় করতে পারে । ওই মনোবিদ জানান, অর্জুন হতাশায় ভুগছেন । উল্লেখ্য, বলি অভিনেতার মা-ও হাসিমোটো রোগে আক্রান্ত ছিলেন, এমনকী বোন অংশুলা কাপুরও একই রোগে ভুগছেন । বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদারও নাকি ওজন বৃদ্ধির সমস্যায় ভুগছেন ।

দিন কয়েক আগেই জানা গিয়েছিল, এক জটিল মানসিক রোগে আক্রান্ত অভিনেত্রী আলিয়া ভাট । রোগের নাম এডিএইচডি বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার । এই রোগের অন্যতম লক্ষণ হল মানসিক সমস্যা । প্রায়ই নাকি অন্যমনস্ক হয়ে পড়েন আলিয়া । তবে, কাজের ক্ষেত্রে কোনও প্রভাব পড়ে না ।

Arjun Kapoor

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন