অল্ট বালাজি-র ব্যানারে তৈরি ওয়েব সিরিজ 'XXX আনসেন্সার্ড'-এর জেরে আইনি জটে বলিউড নির্মাতা একটা কাপুর। বিহারের বেগুসরাইয়ের এক আদালত থেকে তাঁর এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। তাঁদের অবিলম্বে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ এই ওয়েব সিরিজে সেনা পরিবারকে নিয়ে বিতর্কিত দৃশ্য দেখানো হয়েছে, যা সৈন্যদের ভাবাবেগে আঘাত করেছে।
২০২০ সালে মুক্তি পেয়েছিল একটা কাপুর নির্মিত 'XXX আনসেন্সার্ড। মুক্তির পর থেকেই তাঁর সিরিজে থাকা বিভিন্ন দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে শুরু হয় বিতর্ক। সেই সময়েই শম্ভু কুমার নামে এক সেনা অভিযোগ করেছিলেন, এই সিরিজে একজন সৈনিকের স্ত্রী-র বিবাহবহির্ভূত সম্পর্ক দেখানো হয়েছে। এমনকি তার জেরে বেশ কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। যা একজন সেনা হিসেবে তাঁর ভাবাবেগে আঘাত হেনেছে। এমনকি এই সিরিজে সেনার পোশাকেরও অমর্যাদা করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি পরোয়ানা।
যদিও এই অভিযোগের পর ওয়েব সিরিজ থেকে বিতর্কিত সব দৃশ্য বাদ দিয়ে দেন একতা। ভিডিও বার্তা প্রকাশ করে ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু ক্ষমা চাওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি। কারণ সেই সময়ে আদালতে হাজিরা দেননি একতা।