স্কুল জীবনেই শেখার শেষ, এমনটা বলতে পারবে না কেউ। যে কোনও পেশাতেই এমন কী জীবনের প্রতি মুহূর্তের পথ চলাতেই আমাদের একজন শিক্ষক থাকে। খাতায় কলমে তাঁরা হয়তো শিক্ষক হন না, কিন্তু জীবনের শিক্ষক হয়ে থেকে যান। গুরু পূর্ণিমা (Guru Purnima) সেরকম সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। জনপ্রিয় আরজে অগ্নি (RJ Agni) এই দিনটি মনে রেখেই একটি ছবি শেয়ার করেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। মীর আফসার আলির (Mir Afsar Ali) পায়ে হাত দিয়ে প্রণাম করছেন অগ্নি। গুরু পূর্ণিমার একেবারে আদর্শ ছবি।
সেই ছবি দেখেই আবেগপ্রবণ অগ্নির শিক্ষক এবং সদ্য প্রাক্তন সহকর্মী মীর। দীর্ঘ কয়েক বছর ধরেই জনপ্রিয় এফএম স্টেশন রেডিও মিরচি আর মীর ছিলেন সমার্থক। জুনের শেষে মিরচি ছেড়েছেন মীর। আর তারপরই সকালম্যানের শো-এ মীরের জায়গায় এসেছেন অগ্নি। মীর এখনও রোজ সকালে সকালম্যানের শো শোনেন, আর মনে মনে প্রশংসা করেন তাঁর যোগ্য শিষ্যের, সে কথা নিজেই জানিয়েছেন মীর।
দিনের শেষে এটুকুই রয়ে যায় আমাদের ঝুলিতে। শিক্ষকের প্রতি শ্রদ্ধা, ছাত্রের প্রতি স্নেহ আর সীমাহীন প্রশ্রয়।