৩০ এপ্রিল থেকে শুরু হবে D'Yavol X ব্র্যান্ডের অনলাইন সেল। পোশাকের এই ব্র্যান্ড লঞ্চ করবেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বয়ং কিং খান। এই খবর আসামাত্রই আশায় বুক বেঁধেছিলেন অগণিত শাহরুখ ভক্ত। কিন্তু, বাস্তবে দেখা গেল উল্টোচিত্র! ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ডের নাম রেখেছেন ‘D'Yavol X ’। ৩০ এপ্রিল প্রকাশ্যে এল সেই সংস্থার প্রথম পোশাক। সঙ্গে জানা গেল পোশাকের দামও। দাম দেখে রীতিমতো থতমত অবস্থা হাজার হাজার সাধারণ ক্রেতার!
কাস্টোমাইজড ডোনাল ডাক টিশার্টের দাম ২৪ হাজার। ওয়েবসাইটে সার্চ করলে দেখা যাবে আরও অনেক লাক্সরি প্রোডাক্টের নানান নিদর্শন। এই কাস্টোমাইজড টিশার্টের প্রমোশনের মুখ আলিয়া ভাট। আলফা হুডির দাম ৪৫ হাজার ৫০০ টাকা। জ্যাকেট কিনতে হলে খরচ হবে প্রায় দুই লক্ষ টাকা! এত দাম দিয়ে পোশাক কি কিনতে পারবেন শাহরুখের সাধারণ ভক্তরা? প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। চলছে ট্রোলও।
এই প্রোডাক্টের দাম কমে কি না সামনের দিনগুলোয়, এখন সেটাই দেখার আশায় রয়েছেন শাহরুখ-ভক্তরা।