বহুদিন ধরেই তিনি সিনেমাশিল্পের সঙ্গে জড়িয়ে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায়। অবশেষে, সরকারিভাবে সেই যাত্রা শুরু হল আরিয়ান খানের (Aryan Khan)। একটি ওয়েব সিরিজের (Web series) জন্য পরীক্ষামূলক শুট করলেন তিনি। সূত্রের খবর, তাঁর বাবা শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের (Red Chillies Entertainment) একটি সিনেমাতেও কাজ করবেন আরিয়ান।
আরও পড়ুন: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের
পিঙ্কভিলা'র সূত্র মারফত জানা গিয়েছে, শুধুমাত্র এই চলতি প্রোজেক্টটিই লিখছেন না আরিয়ান (Aryan Khan)। তার সঙ্গেই, এখনও সরকারিভাবে নাম ঘোষণা না হওয়া একটি ওয়েব শো'র স্ক্রিপ্টও তাঁর লেখা। এই প্রোজেক্টটিকে সফল করার জন্য এতটাই বদ্ধপরিকর আরিয়ান খান (Aryan Khan) যে, সকলকে একসঙ্গে নিয়ে তাঁদের মতামত শুনে তারপর শুটিং শুরু করার ব্যাপারে আগ্রহী তিনি।
জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে ওই প্রোজেক্টের জন্য শুট করা হলেও, আসল শুটিং শুরু হওয়ার তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে।
সংশ্লিষ্ট পোর্টাল মারফর আরও জানা গিয়েছে, শাহরুখ খানের (Shah Rukh Khan) আসন্ন ছবি 'পাঠান'-এর কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুট করার জন্যও আরিয়ান আইডিয়া দিয়েছিলেন।
প্রসঙ্গত, এই মুহূর্তে শাহরুখ খানের (Shah Rukh Khan) হাতে একাধিক প্রোজেক্ট রয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি 'পাঠান'-এ (Pathaan) দেখা যাবে শাহরুখকে। এই ছবিতে তাঁর সঙ্গেই থাকছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। তামিল পরিচালক অ্য়াটলি'র ছবিতেও অভিনয় করছেন বলিউডের বাদশা।