কিংবদন্তীদের নিয়ে যেমন নানা মিথ থাকে, তেমনই ছিল লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)-আশা ভোসলের (Asha Bhosle) সম্পর্ক নিয়ে। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যেত সহোদরা হলেও চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তাঁদের। সে'সব এখন অতীত। গুঞ্জন সত্যি ছিল না, তা জানার প্রয়োজন ফুরিয়েছে। ভারতীয় সঙ্গীতের সুরের আকাশে দুই কিংবদন্তি রয়ে গিয়েছেন স্বমহিমায়। সদ্য একজন বিদায় নিলেন। দিদিকে হারিয়ে স্মৃতির কাছে ফিরলেন আশা ভোসলে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দুই বোনের ছবি। লিখলেন, 'দিদি আর আমি! শৈশবের দিনগুলো কী ভালো ছিল"। নেপথ্যে বাজল আশার নিজেরই গাওয়া গান 'বচপনকে দিন'।
এক ফ্রেমেই দোয়া আর প্রার্থনা! সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা শাহরুখের, আবেগাপ্লুত দেশ
রবিবার সকালে ৯২ বছর বয়সে প্রয়াত হলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। প্রায় এক মাস মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। শনিবার রাতেই দিদিকে দেখতে হাসপাতালে ছুটে যান আশা।