বছর শেষ। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও ফিরে দেখলেন ২০২৩ সালটাকে।বছরভর নানা কাণ্ড কারখানার টুকরো টুকরো সব সময় গ্যালারিতে ঘেঁটে দেখলেন স্বস্তিকা।
ফুরফুরে নানা সময়ের ভিডিয়ো , ছবির মুহূর্ত সাজালেন অভিনেত্রী। ২০২৩ সালকে এভাবেই বিদায় জানালেন স্বস্তিকা। মেয়ের সঙ্গে কাটানো মুহূর্ত , পোষ্যদের সঙ্গে ছবি, পিয়ার্সিং করার ভিডিও সমস্ত কিছু একসঙ্গে জুড়েছেন তিনি।
Rahul-Priyanka: 'ভালবাসি', বছর শেষে প্রিয়াঙ্কার জন্মদিনে শুভেচ্ছা রাহুলের
ভিডিয়ো শেয়ার করে স্বস্তিকা লিখলেন, ভুল করা, তা থেকে শিক্ষা না নেওয়া, অতি জরুরি মানুষগুলোর সঙ্গে সুন্দর স্মৃতি তৈরি করা এবং সবথেকে যা জরুরি- আনন্দ করা- এই সবকিছুর উদ্দেশে রইল। এভাবেই ২০২৩ সালকে বিদায় জানিয়েছেন স্বস্তিকা। সঙ্গে সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন।