ট্রেলার মুক্তির পর পাওয়ার পর থেকেই অতনু ঘোষের 'আরো এক পৃথিবী' (Aro Ak Prithibi ) নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে । ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা । তার আগে কলকাতায় প্রেস কনফারেন্স হয়ে গেল । সেখানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা । 'আরো এক পৃথিবী' নিয়ে খোলামেলা আলোচনা করলেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক অতনু ঘোষ (Atanu Ghosh) ।
লন্ডনবাসী (London) চার প্রবাসী বাঙালির গল্প বলবেন পরিচালক । অভিনয় করছেন অনিন্দিতা বসু, কৌশিক গঙ্গোপাধ্যায় , তাসনিয়া ফারিন ও সাহেব ভট্টাচার্য । সিনেমা নিয়ে পরিচালক বলেন, আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাঁরা সর্বক্ষণ দৌঁড়ে বেড়াচ্ছেন । উদ্দেশ্য একটাই, নিরাপদ আশ্রয় খোঁজা । যেখানে তাঁরা খানিক শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারেন । কিন্তু যার শিঁকড়েরই কোনও ঠিক নেই, তাঁর ক্ষেত্রে আশ্রয়ের খোঁজ খানিক অলীক কল্পনা । ২৭ বছরের প্রতীক্ষার জীবন ঘিরে গল্প আবর্তিত হবে । এই ভূমিকায় অভিনয় করছেন তাসনিয়া । সে হঠাৎই আবিষ্কার করে যে তাঁর জীবন মিথ্যায় ভরে গিয়েছে, লন্ডনে তাঁর জীবনে নেমে আসে বিপদ । তিনি এক জগৎ থেকে অন্য জগতে পাড়ি দেন কৌতূহলী এবং রহস্যময় আয়েশা, একজন বোহেমিয়ান শ্রীকান্ত মুন্সি এবং নিজের জীবন দিয়ে ছেলেখেলা করতে প্রস্তুত অরিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে । শেষ পর্যন্ত, চার চরিত্রকেই জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ঘটনার মুখোমুখি হতে হয় ।
সিনেমার আরেকটি বিশেষত্ব হল এটি বহুভাষার ছবি । অর্থাৎ, এখানে ব্রিটিশ, আমেরিকান, আফ্রিকান, আরবি, কোরিয়ান, চাইনিজ, রাশিয়ান প্রত্যেকেই থাকবে । পরিচালক আগেই জানিয়েছেন, এঁরা প্রত্যেকেই অনেকটা সময় জুড়ে পর্দায় রয়েছেন। এর আগে কোনও বাংলা ছবিতে এ রকম হয়েছে বলে মনে হয় না। ওঁদের প্রত্যেকের ইংরেজি বলার ধরন আলাদা বলে ডাবিং করানো হয়নি ।
আরও পড়ুন, Kaushik Ganguly : বাংলা ছবির পরিস্থিতির কথা আদৌ জানেন শাহরুখ ? চিন্তায় কৌশিক গঙ্গোপাধ্যায়
উল্লেখ্য, এর আগে পরিচালক অতনু ঘোষের ময়ূরাক্ষী, বিনিসুতো দর্শকদের মনে দাগ কেটেছে । 'আরো এক পৃথিবী' একেবারে অন্যধারার সিনেমা হতে চলেছে । যেখানে ড্রামা থাকবে, রহস্য থাকবে আর থাকবে বহুভাষী মানুষ ।