তাঁদের প্রেম নিয়ে দীর্ঘদিনের জল্পনা ছিল টিনসেল টাউনে। এবার তাতেই একপ্রকার সিলমোহর দিতে চলেছেন ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেঠি। আগামী বছরের জানুয়ারি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই জুটি। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এই জুটি। আর এই খবরে সিলমোহর দিয়েছেন খোদ পাত্রীর বাবা সুনীল শেঠি। সূত্রের খবর অনুযায়ী, মুম্বাই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সুনীল শেঠির খান্ডালার প্রাসাদোপম বাংলো 'জাহান'-এই বসতে চলেছে বিয়ের আসর। যদিও, খুব জাঁকজমক করে নয়, বরং ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হবে এই বিয়ে।
জানুয়ারি মাসের ২১ থেকে ২৩ এই তিন দিনে সঙ্গীতসহ অন্যান্য বিয়ের অনুষ্ঠান হবে রাহুল-আথিয়ার। বিয়ে হবে ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় প্রথায়। গায়ে হলুদ, সঙ্গীত, মেহেন্দি সবই উদযাপন করা হবে আচার অনুষ্ঠানের মাধ্যমে। অতিথিদের জন্য বিশেষ ড্রেস কোড থাকবে বলে জানা গিয়েছে।
আথিয়া শেঠির বিয়ের পোশাক তৈরি করছেন বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা।