হাতে আর ১০ দিনও নেই। আগামী বিয়ের মরশুমেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ক্রিকেটার কেএল রাহুল (cricketer KL Rahul) এবং অভিনেত্রী আথিয়া শেঠি (Athiya Shetty)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এক জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারিতেই (January 23) গাঁটছড়া বাঁধবেন রাহুল এবং আথিয়া। বিয়ের যাবতীয় অনুষ্ঠান চলবে তিনদিন ধরে। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সুনীল শেঠির খান্ডালার বাংলোতে। যদিও পরিবারের কেউ এই বিষয়ে কিছু জানাননি।
সূত্রের খবর, ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। প্রথম দিন 'লেডিজ নাইট'-এর আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন আথিয়ার ঘনিষ্ঠ মহিলা বন্ধুরা। থাকবেন অভিনেত্রী আকাঙ্খা রঞ্জন। পরের দিন তাঁরা সকলে যোগ দেবেন মেহেন্দির অনুষ্ঠানে। আশা করা যাচ্ছে, এই অনুষ্ঠানে পারফর্ম করবেন আথিয়ার বন্ধু, ভাই আহান এবং বাবা-মা সুনীল এবং মায়া।
আরও পড়ুন- ক্যানসার আক্রান্ত মা এখনও হাসপাতালে, চুপিসারে বিয়ে সারলেন ‘ড্রামাকুইন’ রাখি
জানা গিয়েছে ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজন নিয়েই ঘরোয়াভাবে বিয়ে সারবেন রাহুল এবং আথিয়া। বলিউডের কাউকে এই বিয়েতে দেখা যাবে না বলেই অনুমান ওয়াকিবহালমহলের।