'জওয়ান'-এর (Jawan) সাফল্যের পর আরও একটা হিন্দি ছবি বানাতে চলেছেন পরিচালক অ্যাটলি কুমার । তবে, 'জওয়ান টু' নয় । জানা গিয়েছে, আরও বড় চমক নিয়ে আসতে চলেছেন অ্যাটলি (Atlee Kumar) । পরবর্তী হিন্দি ছবিতে শাহরুখের সঙ্গে নাকি দেখা যাবে দক্ষিণের বড় সুপারস্টারকে । সম্প্রতি, সেরকমই ইঙ্গিত দিয়েছেন অ্যাটলি ।
জানা গিয়েছে, এবার একই ছবিতে অভিনয় করবেন বলিউডের বাদশা (Shah Rukh Khan) এবং দক্ষিণের মেগা তারকা থালাপতি বিজয় (Thalapati Vijay) । অ্যাটলি জানিয়েছেন, শাহরুখ ও বিজয় দু’জনেই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছেন । তাই তাঁদের একসঙ্গে নিয়ে ছবি তৈরির কথা ভাবছেন পরিচালক । জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পরিচালক । দুই সুপারস্টারই একসঙ্গে কাজ করার জন্য সম্মতি জানিয়েছেন বলে খবর ।
আরও পড়ুন, Palan Vs Jaane Jan: সুজয় ঘোষ, না কৌশিক গাঙ্গুলি, করিনা, না পাওলি উত্তর মিলবে দিন দুয়েকেই
জানা গিয়েছে, 'জওয়ান'-এ ক্যামিও চরিত্রে বিজয়ের অভিনয় করার কথা ছিল, জল্পনা ছড়িয়েছিল এমনটাই । কিন্তু, সেটা আর হয়ে ওঠেনি । এই বিষয়ে অ্যাটলি জানিয়েছেন, বিজয় স্যারকে তিনি কোনওদিন ক্যামিও চরিত্রে অভিনয় করাতে চাননি, তার কারণও আছেন বলে জানিয়েছেন অ্যাটলি । আসলে বলিউড ও দক্ষিণী দুই সুপারস্টারকে একসঙ্গে কাজ করানোর ইচ্ছা অ্যাটলির বহুদিনের । খুব শীঘ্রই সেই ইচ্ছে পূরণ হবে ।