অনুষ্ঠান করতে করতেই কী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন কেকে(Singer KK death mystery)? অত উজ্জ্বল আলো, তীব্র গরম এগুলোই কী আসল কারণ? চিকিৎসকরা যদিও তা মানতে নারাজ। তাঁদের মতে, এর নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের সমস্যা। বহু আগে থেকেই কেকের হৃদ্যন্ত্রে বাসা বেঁধেছিল মারণরোগ(Heart Disease)। ময়নাতদন্তের রিপোর্ট(Atopsy Report) সামনে আসতেই দেখা গিয়েছে, কেকের হৃদ্পিণ্ডের চারপাশে পুরু মেদের আস্তরণ। সেটি সাদা হয়ে গিয়েছে। হৃদ্পিণ্ডের আবরণ খুলতেই দেখা যায় কপাটিকাগুলো অস্বাভাবিক রকম শক্ত হয়ে রয়েছে।
শুধু তাই নয়, কেকের(Singer KK death mystery) শরীরে ১০ রকম হজমের ওষুধ এবং ভিটামিন সি পাওয়া গিয়েছে। হজমের সমস্যার জন্য কেকে নিয়মিত মুঠো মুঠো অ্যান্টাসিড এবং গ্যাস্ট্রিকের ওষুধ খেতেন বলেও জানা গিয়েছে। তাঁর রক্তেও সেই নমুনা পাওয়া গিয়েছে। কেবল অ্যালোপ্যাথি নয়, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ওষুধেরও হদিস মিলেছে প্রয়াত গায়কের পাকস্থলিতে।
ডাক্তাররা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে হৃদ্পিণ্ডে কাঠিন্য দেখা যায়। তবে কেকের(Singer KK death mystery) হৃদ্পিণ্ডের যে চেহারা ধরা পড়েছে তা স্বাভাবিক নয়। কোথায় কোথায় ধমনীর পথ আটকে গিয়েছিল সে সব জানতে হবে।