রণবীর কাপুর-আলিয়া ভাট(Ranbeer Kapoor-Alia Bhatt) (Brahmastra) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'র ট্রেলার মুক্তি পাওয়ার পরই সাড়া ফেলেছে দর্শকমহলে। সেপ্টেম্বরে মুক্তি পেতে চলা ছবিটি নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু পরিচালকের কি ছবির নায়কের ওপর রাগ কমেছে? বলছি অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukherji) কথা।
রণবীরের জন্যই ছবি তৈরিতে দেরি হয়েছে, এমনটাই মত অয়নের। একটু আধটু দেরি অবশ্য নয়। ২০১৪ তে প্রথম ব্রহ্মাস্ত্র বানানোর কথা ভাবেন অয়ন, শুটিং শুরু করতে পারেন ২০১৭ তে। শেষমেশ ২০২২ এ মুক্তি পাচ্ছে ছবিটি।
Mithun-Mamata Shankar : ৪৬ বছর পর ফের বড়পর্দায় জুটি বাঁধছেন মমতা শংকর ও মিঠুন চক্রবর্তী
একটি সাক্ষাৎকারে অয়ন জানিয়েছিলেন, ২০১৪-তে রণবীর সঞ্জু-র শুটিং এ ব্যস্ত হয়ে যাওয়ায় তাঁকে আর সময় দিতে পারেননি। 'ওয়েক আপ সিড', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র পর 'ব্রহ্মাস্ত্র'-ই তৃতীয় ছবি, যেখানে রণবীরের সঙ্গে কাজ করেছেন অয়ন। এমনিতে অবশ্য দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব। রণবীর-আলিয়ার বিয়েতেও সারাক্ষণ বর কনের পাশেপাশেই ছিলেন অয়ন।
‘ব্রহ্মাস্ত্র’র শুটিং হয়েছে বেনারস থেকে বুলগেরিয়াতেও। ছবির সেটেই রণবীর-আলিয়ার অফস্ক্রিন রসায়ন জমেছে, প্রেম হয়েছে, সম্প্রতি বিয়েও করেছেন তাঁরা। ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতা রয়েছে তাঁর। আগুনে পোড়ে না তার শরীর। কিন্তু কেন? সেখানেই রহস্য।