মুম্বইয়ে প্রচলিত রয়েছে জীবনে কিছু পাওয়ার প্রবল ইচ্ছা থাকলে একবার 'মন্নত' (Mannat) ঘুরে আসুন। এবার নিজের নতুন ছবির জন্য 'মন্নত'-এ গিয়ে মন্নত চাইলেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। রবিবার বলিউড বাদশা শাহরুখ খানের (Sharukh khan) বাড়ি মন্নতের সামনে গাড়ি দাঁড় করান অভিনেতা। ছবিও তোলেন। যে ছবি নিজের ইন্সটাগ্রামে দিয়েছেন আয়ুষ্মান।
আগামী ২ ডিসেম্বর আয়ুষ্মানের ছবি 'অ্যান অ্যাকশন হিরো' মুক্তি পাচ্ছে। সেই ছবির প্রচারেই ব্যস্ত অভিনেতা আয়ুষ্মান খুরানা। সেই ছবির প্রচার সূত্রে রবিবার বান্দ্রায় গিয়েছিলেন অভিনেতা। সেখান থেকে ফেরার সময় শাহরুখের বাড়ি মন্নতের সামনে গাড়ি দাঁড় করান করান তিনি।
গাড়ির সানরুফ খুলে মন্নতের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন তিনি। ওই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন শাহরুখ ভক্ত আয়ুষ্মান। ক্যাপশনে লেখেন, 'মন্নত সে গুজার রাহা থা, তো এক মান্নাত মাঙ্গলি।' অর্থাৎ মন্নতের সামনে দিয়ে যাচ্ছিলাম, নিজের জন্য একটা প্রার্থনা করলাম।
আরও পড়ুন - অরিজিৎ সিং-য়ের জাদুকন্ঠ শুনতে দিতে হবে ১৬ লক্ষ, পুনেবাসীর মাথায় হাত
এই ছবিতে শাহরুখের ‘বাজ়িগর’ ছবির ‘বাজ়িগর, ও বাজ়িগর’ গানটিও জুড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে আয়ুষ্মানের নতুন ছবির মুক্তির কথাও। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে ওই ছবি। তাতে ভালোবাসা ভরিয়ে দিয়েছেন শাহরুখ ভক্তরা। অনেকে আবার মন্তব্য করেছেন মন্নত শুধু বাড়ি নয়। তাঁদের জন্য মন্দির।