তাঁদের দুজনের প্রেম সুবিদিত। ক্যানসারের সঙ্গে লড়াই করার সময় স্ত্রী তাহিরা কাশ্যপের পাশে যেভাবে প্রতিটা মুহূর্তে ছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা, তাও অজানা নয় মানুষের। সেই প্রেম যেন প্রতি মুহূর্তেই আরও নতুনভাবে বিকশিত হয়। সঞ্চার করে এমন এক আবেগের, যার কোনও অভিধান নেই!
১৬ বছরের বিবাহিত জীবন আয়ুষ্মান-তাহিরার। নানা ঘাত-প্রতিঘাত দেখেছেন দুজনেই। তা সত্ত্বেও, এখনও অটুট তাঁদের সম্পর্ক। আর কী অপূর্বভাবে! রবিবার বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে তাহিরার উদ্দেশে একটি চিঠি লিখলেন আয়ুষ্মান। যার রন্ধ্রে রয়ে গেল প্রেম, আবেগ ও হাতে-হাত ধরে বেঁচে থাকার বোধ।
আয়ুষ্মান কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন- 'পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৪ নম্বর হাটে যে মেয়েটির সঙ্গে আমার দেখা হয়েছিল. @spokenfest-এ তোমার যাত্রা শুরু আগে রইল অজস্র অভিনন্দন। তোমাকে ভালবাসি'।
এই পোস্টটি শেয়ার করার পরই নেটিজেনদের আবেগ কার্যত আছড়ে পড়ে কমেন্টবক্সে। বহু মানুষ আয়ুষ্মান-তাহিরার প্রেমকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।