পরপর বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকার একেবারে ওপরে 'জগদ্ধাত্রী'। জনপ্রিয়তা পড়েইনা, এই ধারাবাহিকতার পেছনে রহস্যটা কী?
নিশ্চয়ই সিরিয়ালের শুটিং ফ্লোর ঝাঁ চকচকে হবে? মোটেই না, বরং বেশ পুরনো স্টুডিয়ো, শুটিং ফ্লোরের এসি বিকল, কুলকুল করে ঘামছেন কলাকুশলীরা, কিন্তু কাজ হচ্ছে জমিয়ে। নায়ক-নায়িকা অঙ্কিতা চক্রবর্তী-সৌম্যদীপ মুখোপাধ্যায়ের অনস্ক্রিন রসায়ন দারুণ, কিন্তু অফস্ক্রিন? সম্পর্কটা নাকি টম অ্যান্ড জেরির মতো। শুটিং-এর বাইরে সকলে মিলে সময় পেলেই আড্ডা মারছেন, চা খেয়ে আসছেন, বেরিয়ে পড়ছেন। এ ভাবেই হেসে খেলে কাজটা করছেন।
সম্পর্কগুলো মজবুত বলেই তার প্রতিফলন হচ্ছে টিআরপি তালিকায়, মনে করছেন অভিনেতা-অভিনেত্রীরা।