গ্র্যামির দৌড়ে বাংলা ছবির আবহ সংগীত! এই খবর শেয়ার করেছেন ছবির সংগীত পরিচালক নিজেই। শুভজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক' (Abhijatrik)-এর আবহ সংগীত পেল গ্র্যামির (Grammy nomination) মনোনয়ন। বিশ্ব সংগীতের সর্বোচ্চ সম্মানের দৌড়ে বাংলা ছবি। সংগীত পরিচালক বিক্রম ঘোষ নিজে এই খবর শেয়ার করেছেন।
সম্প্রতি ৬৮তম জাতীয় পুরষ্কারে (68th National Awards) সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে 'অভিযাত্রিক' (Avijatrik)। অর্জুন চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায় অভিনীত এই ছবিটি একই সঙ্গে দুটি বিভাগে সেরা নির্বাচিত হয়েছে, - সেরা ছবি ও সেরা সিনেম্যাটোগ্রাফি।
বিভূতিভূষণের পথের পাঁচালীর প্রোট্যাগনিস্ট অপুকে নিয়েই ছবির গল্প। ছবির সংগীতের সঙ্গে যুক্ত রবি শঙ্কর কন্যা অনুষ্কা শংকর। প্রসঙ্গত, সত্যজিতের পথের পাঁচালীর আবহ রচনা করেছিলেন রবি শংকর নিজে।