সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছিলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) , দিন কয়েক আগেই তাঁর স্বরচিত ‘কাঁচা বাদাম’ গান মানুষের মুখে মুখে ফিরেছে। বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল তাঁর গাওয়া সেই গান। এবার তাঁর দেখা মিলল ছোট পর্দায়। একটি শর্টফিল্মে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাবু। ‘ভালবাসার দিব্যি’ নামের ছোট ছবিতে দেখা গিয়েছে তাঁকে। দুদিনের শ্যুটিং-এ মোট ৩৯ হাজার টাকা পারিশ্রমিক ও পেয়েছেন তিনি।
Dev-Hiran:হিরণের উচিত ইডি বা সিবিআই-এর কাছে যাওয়া, কেন এমন বললেন দেব ?
আসলে সাফল্য ব্যাপারটা প্রদীপের তলার অন্ধকারের মতোই। ভুবন বাবুর গান ভাইরাল হয়েছিল। সেইসময় বিক্রিও বেড়েছিল বাদামের। একাধিক প্ল্যাটফর্মে তাঁকে নিয়ে যাওয়ায় হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সব আবার আগের মতো। ফের অনটন তাঁর পরিবারে। তবে এই অভিনয় করতে পেরে ফের কিছুটা স্বস্তি বাদাম কাকুর ‘অভাবের সংসারে’।