শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) জন্মদিনে তাঁর গোলপার্কের ফ্ল্যাটে বিশেষ আয়োজন করলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)।
বৃহস্পতিবার প্রাক্তন মেয়র এবং মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের ৫৮ বছরের জন্মদিন (Birthday)। বিশেষ দিনটা শোভনের কাটল খুশির মেজাজে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মেয়ে মেহুলের সঙ্গেই।
উদযাপনের অংশ হিসেবে শোভনের গালে চুমু এঁকে দিয়েছেন বৈশাখী। শোভনের মুখেও লাজুক হাসি। কেক কাটা, মিষ্টিমুখ তো ছিলই, তা ছাড়া বৈশাখী এবং তাঁর মেয়ের কাছ থেকে সারপ্রাইজ গিফটও পেয়েছেন বার্থডে বয়।
Mobile phone usage: মোবাইল ফোনের আবিষ্কারক নিজেই মোবাইল ঘাঁটছেন না, আর আপনি?
সেলিব্রেশনের ছবি বৈশাখী নিজেই সেভ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবি শেয়ার করে ক্যাপশনে বৈশাখী লিখেছেন, Happy Birthday my lifeline. শোভনের সঙ্গে ঘুরতে যাওয়ার, বিশেষ দিনের উদযাপনের ছবি নিয়মিতই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।