বছর খানেক আগে থেকেই নিন্দুকদের মুখ বন্ধ করে প্রকাশ্যেই সকলকে নিজেদের সম্পর্কের কথা জানান শোভন-বৈশাখী (Sovan-Baisakhi)। সোশ্যাল মিডিয়ায় ঘনঘন ছবিও শেয়ার করেন দুজনে। এবার ঘটা করে শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) 'জামাই ষষ্ঠী' (Jamai sasthi)-র ভুরিভোজ খাওয়ালেন বৈশাখী। ঘটা করে আয়োজন করা হয়েছিল, তা ফেসবুকের একগুচ্ছ ছবি থেকেই স্পষ্ট।
বেশ তরিবৎ করে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করা হয়েছিল শোভনের সামনে। বৈশাখীর মেয়েও সেই উদযাপনে সামিল ছিল। কাঁসার থালায় পাঁচ রকম ভাজা, পোলাও, মাছ, মাংস, মিষ্টি সে একেবারে রাজকীয় ভোজ।
Gujarat's first sologamy: নিজেকেই বিয়ে, নিজের সঙ্গে হানিমুন, অভিনব ঘটনার সাক্ষী থাকতে চলেছে গুজরাত
ফেসবুক পোস্টে বৈশাখী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শোভন তাঁর মায়ের কাছে জামাইয়ের চেয়ে অনেক বেশি ছেলের মতো। অসুস্থতার কারণে মা নিজে হাতে আয়োজন করতে পারেননি বলেই সব আয়োজন করেছেন মেয়ে বৈশাখী।