বিনোদন জগতে পরপর খুশির খবর। কালই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কমেডিয়ান ভারতী সিং। তারপরই প্রকাশ্যে এল হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবীনার (Debina Bonnerjee) মা হওয়ার খবর। মেয়ে হয়েছে দেবীনা-গুরমিতের।
অভিনেতা গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary) একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন ইন্সটায়। সদ্যজাত কন্যার ছোট্ট হাতের ছবি।
গুরমিত লিখেছেন,'আমাদের ছোট্ট কন্যাকে ৩ এপ্রিল পৃথিবীতে স্বাগত জানাচ্ছি। সকলের আর্শীবাদ ও ভালবাসার জন্য ধন্যবাদ।'
'এপ্রিলে রণবীর-আলিয়ার বিয়ে সম্পর্কে কিছুই জানি না', জানালেন রণধীর কাপুর
বঙ্গ তনয়া দেবীনা, সপ্তাহ খানেক আগেই সাধের ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। দেবিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর অবশ্য অনেক আগেই প্রকাশ্যে এনেছিলেন তারকা দম্পতি। ঘনঘন ছবি, রিল আপলোডও চলছিল।
অন্তঃসত্ত্বা হওয়ার পরেও নিয়মিত শরীরচর্চা করতেন দেবীনা। প্রেগন্যান্সির শেষ পর্যায়ে শীর্ষাসন (Headstand) করলেন ছবি পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ।