ফুটবল সম্রাটের প্রয়াণ নিঃসন্দেহে নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। সোশ্যাল মিডিয়ায় পেলের ছবি পোস্ট করে শোক প্রকাশ, শ্রদ্ধাজ্ঞাপন শুরু হয়েছে মাঝ রাত থেকেই। পেলের বদলে অন্য ফুটবল তারকার ছবি পোস্ট করে শোকপ্রকাশ করলেন মধুমিতা। তারপর ভুল বুঝে পুরনো পোস্ট ডিলিটও করলেন, কিন্তু ততক্ষণে সে ছবির স্ক্রিনশটও ভাইরাল। রীতিমতো ট্রোল্ড হলেন মধুমিতা।
সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে মধুমিতা লিখেছিলেন 'আরআইপি', হ্যাশট্যাগে ছিল পেলের নাম। তবে একটি ছবি ফুটবল সম্রাটের হলেও অন্যটি ব্রাজিলের আরেক তারকা ভিনিশিয়াস জুনিয়রের।
বলাই বাহুল্য, যে মধুমিতার নতুন পোস্টও ভাইরাল, তাতে ছবি শুধরেছেন অভিনেত্রী, কিন্তু কমেন্ট বক্স ভরে যাচ্ছে পুরনো স্ক্রিনশটে। কেউ কেউ আবার স্বয়ং ভিনিশিয়াসকেই মেনশন করে দিচ্ছেন কমেন্টে।