'তু জাঁহা জাঁহা চলেগা মেরা সায়া সাথ হোগা', সুরসম্রাজ্ঞীরএই কালজয়ী গানের কথা দিয়েই প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধা জানাল আমুল। সদ্য প্রয়াত শিল্পীর ছবি পোস্ট করে লিখল 'হম জাঁহা জাঁহা চলেঙ্গে, আপকে সায়া সাথ হোগা।'
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ। সোশ্যাল মিডিয়াজুড়ে এখনও তাঁরই গান, তাঁরই ছবি, তাঁরই নানা কাহিনী।
এদিন নিজেদের টুইটার হ্যান্ডলে লতার নানা বয়সের ছবির স্কেচ আপলোড করেছে আমুল। ছবিতে দেখা যাচ্ছে মাইকে গান গাইছেন লতা মঙ্গেশকর। অন্যটায় তানপুরা বাজাচ্ছে তিনি। সেসবেরই ট্যাগ লাইনে লেখা 'হম জাঁহা জাঁহা চলেঙ্গে, আপকে সায়া সাথ হোগা।'
গত ৬ ফেব্রুয়ারি, ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতরত্ন লতা মঙ্গেশকর।