সত্যজিৎ রায়ের আদলে তৈরি ছবির মূল চরিত্রের নাম অপরাজিত রায়। কিন্তু নন্দনে বারবার পরাজিতই থাকতে হচ্ছে তাঁকে। মুক্তির পর এক সপ্তাহ কেটে গেছে। দ্বিতীয় সপ্তাহেও জায়গা হল না অনীক দত্ত(Anik Dutta) পরিচালিত ছবি 'অপরাজিত' (Aparajito)র। মুক্তির আগে থেকেই চর্চায় ছিল ছবিটি। মুক্তির পর দর্শকমহলে সাড়া ফেলেছে। অনেকেই বলছেন বহু বছর বাদে বাংলা ছবির দর্শককে হলে ফেরাল এই ছবি। তবু শহরের অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহে কিন্তু ব্রাত্যই সেই ছবি।
দ্বিতীয় সপ্তাহে নন্দনে (Nandan) দেখানো হবে মিমি চক্রবর্তীর ‘মিনি’ (Mini), পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘অভিযান’ (Abhijaan), দেবের ‘কিশমিশ’ (Kishmish), এবং নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘বেলাশুরু’ (Belashuru)।
সরকার ঘনিষ্ঠ বলেই পরিচিত পরমব্রত-র চট্টোপাধ্যায়ের ছবি অভিযান’ ৬-৭ সপ্তাহ ধরেই নন্দনে টানা দেখানো হচ্ছে। অথচ, আইএমডিবি-তে ৯.২ রেটিং পাওয়া 'অপরাজিত'-র কোনও শো নন্দনে নেই। পরমব্রতর জানিয়েছেন তিনি, আশা করেছিলেন, অপরাজিত নন্দনে দেখানো হবে।
‘মিনি’-র পরিচালক মৈনাক ভৌমিকও এমন ঘটনায় আশাহত। অপরাজিত-র জন্য তিনি নিজের ছবি হল থেকে তুলে নিতেও রাজি বলে জানিয়েছেন। সাফল্যের দিক থেকে যে কোনও ছনিকেই টেক্কা দিচ্ছে অপরাজিত, তাহলে ছবির সঙ্গে এমন আচরণের কারণ কি পরিচালকের সরকারবিরোধী মনোভাব? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ায়।