ভিভেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি মানেই কিছুটা বিতর্ক জড়িয়ে থাকে। এর আগে 'বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম' (Buddha in a traffic jam), 'তাশকন্দ ফাইলস' দুটি ছবি ঘিরেই বেশ বিতর্ক দানা বেঁধেছে। পরিচালকের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও উঠেছে। এসবের মাঝেই তাঁর নতুন ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) এর মুক্তির দিন ঘোষণা হল। ছবির অন্যতম অভিনেতা অনুপম খের (Anupam Kher) টুইট করে জানালেন আগামী ১১ মার্চ মুক্তি পাচ্ছে ছবিটি।
১৯৮৯ এ কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ঘটনাই ছবির বিষয়বস্তু। ছবিতে রয়েছেন মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty)। তেজ নারায়ণ আগরওয়াল, অভিষেক আগরওয়াল, পল্লবী জোশী এবং বিবেক অগ্নিহোত্রী প্রযোজনায় আগামী মাসেই মুক্তি পাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস'।
সমকামীর চরিত্রে ভূমি পেডনেকর, ছবির বিষয় নিয়ে অস্বস্তি হচ্ছে অভিনেত্রীর??