২২ গজের মিস্তার মডিপেন্ডেবল যদি রাহুল দ্রাবিড় হয়ে থাকেন, টলিপাড়ার মিস ডিপেন্ডবল ইনি, অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। শিবপ্রসাদ-নন্দিতা থেকে অঞ্জন দত্ত, সব পরিচালকরাই চোখ বন্ধ করে ভরসা করেন এই অভিনেত্রীকে। আজ সেই অপরাজিতা আঢ্যর জন্মদিন।
বড় পর্দায় দাপিয়ে অভিনয় করতে করতে দীর্ঘ বিরতির পর অপরাজিতা ফিরেছেন ছোট পর্দায়। তাঁর নতুন পরিচয় লক্ষ্মী কাকিমা, যিনি ইতিমধ্যেই হিট। সিরিয়াল, সিনেমা, সঞ্চালনা সবেতেই সমান সাবলিল অপরাজিতা। প্রসেনজিৎ থেকে রঞ্জিত মল্লিক, টলিউডের তাবড় অভিনেতাদের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছেন অপরাজিতা।
সম্প্রতি চিনি, একান্নবর্তী, লাভ ম্যারেজ, একের পর এক ছবিতে অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন অপরাজিতা।