এক দশকেরও বেশি আগে ছোটপর্দার ধারাবাহিক গানের ওপারে (Gaaner Opare) থেকে তাদের জুটি দারুণ হিট। তারপর বাপি বাড়ি যা (Baapi bari ja), ক্রিসকস (Criscross) পেরিয়ে এবার অরিন্দম শীলের (Arindam Sil) পরিচালনায় 'খেলা- যখন' (Khela Jokhon) ছবিতে আবার জুটি বাঁধলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)। কতটা নস্ট্যালজিক এই জুটি? নাহ, পর্দার রসায়নের এতটুকুও নাকি নেই পর্দার বাইরে। মিমির সঙ্গে নাকি কথাই বলেন না অর্জুন।
Projapoti-Dev-Mithun: ডানা মেলল প্রজাপতি, দেব-মিঠুনের ছবির ট্রেলার প্রকাশ্যে
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, গানের ওপারের সেট, বা ক্রিসক্রস, অর্জুন তেমন কথা বলতেন না, খুব ইন্ট্রোভার্ট। খেলা যখন এর সময় মিমি জানতে পারলেন তাঁকে ইন্সটায় ফলো পর্যন্ত করতেন না অর্জুন। শুটিং চলার সময়ে মিমি নিজেই জিজ্ঞেস করে ফেলেন সমস্যাটা কোথায়? তখন অবশ্য অর্জুন বলেন, সমস্যা তেমন কিছু নেই, তারপর একটু একটু আড্ডা মেরেছেন কখনও সখনও।
অরিন্দম শীলের পরিচালনায় আসছে থ্রিলারধর্মী ছবি খেলা যখন। পোস্ত-র পর আবারও মায়ের চরিত্রে দেখা যাবে মিমিকে।