এঙ্গেজমেন্ট হয়েছিল আগেই, তবেই করোনার কারণে জানুয়ারিতে বিয়ের সব প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে গিয়েছিল। গতকাল রবিবার ঘরোয়া এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করলেন অভিনেত্রী পরিচালক চিত্রাঙ্গদা চক্রবর্তী (Chitrangada Chakraborty)। দিদির বিয়েতে আবেগঘন পোস্ট করলেন ঋতাভরী (Ritabhari Chakraborty)।
ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি করলেন চিত্রাঙ্গদা আর তার শৈশবের বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়। গত জানুয়ারিতে বিয়ে সারার কথা থাকলেও সেই সময় ঋতাভরীর মা শতরূপা সান্যাল (Shatarupa Sanyal) এবং দিদি চিত্রাঙ্গদা দুজনেই করোনা আক্রান্ত হওয়ায় বিয়ে বাতিল হয়ে যায়। অবশেষে রবিবার বিয়ে হল। চিত্রাঙ্গদা আর সম্বিৎ এবার অফিসিয়ালি স্বামী-স্ত্রী। দিদির বিয়ের দিন বেশ আবেগঘন পোস্ট করেছেন ঋতাভরী। দিদি কবে এত বড় হয়ে গেল, বিশ্বাসই হচ্ছে না বোনের।
শোনা যাচ্ছে চলতি বছরে মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন ঋতাভরী নিজেও।