চালসায় চলছে 'প্রধান' (Pradhan)এর শুটিং। দেব (Dev),সোহম (Soham), সৌমীতৃষা (Soumitrisha), অম্বরীশ এবং দলের অন্য সদস্যদের নিয়ে শুটিং শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই। তারপরই শোনা গিয়েছিল জ্বরে কাবু দেব। অনেকেই সন্দেহ করেছিলেন, সাংসদ অভিনেতার সম্ভবত ডেঙ্গু হয়েছে। রটে গিয়েছিল, দেবের (Dev) এই অসুস্থতার জন্য শুটও বাতিল! এবার আসল কথা জানালেন পর্দার 'মিঠাই'।
সাংসদ-অভিনেতার মোটেই ডেঙ্গু হয়নি হয়েছে ভাইরাল ফিভার। সৌমিতৃষা জানালেন, জ্বর গায়েও রাত অবধি শুটিং করেছেন দেব, কোনও শুট বাতিল হয়নি। সারা গায়ে ব্যথা, প্রবল দুর্বলতা নিয়েও ক্যামেরা অন হতেই একমনে কাজ করে গিয়েছেন অভিনেতা সাংসদ।
Ranbir Kapoor New Haircut: রণবীরের নতুন হেয়ারকাট ভাইরাল, আলিয়া ও রাহাকে নিয়ে ভ্যাকেশনে অভিনেতা
দেবের জ্বর নিয়ে ভুয়ো খবর রটতেই বেশ সহ-অভিনেতা অম্বরীশ। জানিয়েছেন, দেবের রক্ত পরীক্ষায় কিছুই ধরা পড়েনি, দ্বিতীয় দিন থেকে পুরো ফিট অভিনেতা।