বুধবার ভোর রাতের আর্জেন্টিনার জয়ের সাক্ষী থাকল গোটা দুনিয়া। মেসিদের ফাইনালে পৌঁছনোর সাক্ষী অবশ্য আরেক জয়ও। তিনি আবার সাক্ষী থাকলেন সরাসরি লুসেইলের গ্যালারি থেকে। বলছি সুরকার জয় সরকারের কথা। মঙ্গলবার ম্যাচ শুরুর আগেই খেলা দেখার এক গুচ্ছ ছবি পোস্ট করলেন জয়।
ছবি এবং কমেন্ট বক্স দেখলে বোঝাই যায়, জয় আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান। এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে ৩-০ তে জিতে ফাইনালে পৌঁছল ডি মারিয়া-আলভারেজরা।
Argentina-Messi: এই নিয়ে ছ'বার বিশ্বকাপের ফাইনালে মারাদোনার দেশ, স্বপ্নের আরও কাছে মেসিরা
একদিন আগেই খেলা দেখতে কাতার পৌঁছেছিলেন জয় সরকার, ফেসবুকে ছবি পোস্ট করেই জানিয়েছিলেন সে কথা। তবে জয়ের কমেন্টবক্সে লোপার মন্তব্য দেখে বোঝাই যাচ্ছে, তিনি কিন্তু তিলোত্তমাতেই আছেন।
এমনিতে সবুজ মেরুণ অন্ত প্রাণ সুরকার জয়ের। মোহনবাগানের ম্যাচ মিস করেন না খুব একটা। এবার সাক্ষী থাকলেন গ্রেটেস্ট শো অন আর্থ-এর।