ইন্ডাস্ট্রিতে নেই নেই করে দু'দশক কাটিয়ে ফেললেন কোয়েল মল্লিক। আজ অভিনেত্রীর জন্মদিন। একচল্লিশটা বসন্ত পার করলেন দেখতে দেখতে।
রঞ্জিত মল্লিকের মেয়ে ঠিকই, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কোয়েল জায়গা করে নিয়েছেন নিজগুণেই। শুরুটা ২০০৩-এ নাটের গুরু দিয়ে। তারপর একই সঙ্গে সমান তালে একের পর এক কমার্শিয়াল হিট, পাশাপাশি অন্য ধারার ছবিও।
মা হওয়ার পর ফের পুরোদমেই কোয়েল কামব্যাক করেছেন পর্দায়। এবার পুজোয় মিতিন মাসির বেশে ফের দর্শকদের সামনে আসছেন অভিনেত্রী, আর মাত্র ক'মাসের অপেক্ষা।