বাংলা টেলিভিশনের দুনিয়া থেকে আরব সাগরের তীরে পাড়ি দিয়েছিলেন, ফিরে এসে বড় পর্দায় হাতে খড়িও হয়েছে। এবার আরও বড় খবর ক্রুশল আহুজার জন্য। সুরিন্দার ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন অভিনেতা, জোর জল্পনা টলিপাড়ায়।
নিসপাল সিংহ রানের প্রযোজনা সংস্থার সঙ্গেই নাকি আগামী তিনটি ছবির সই করেছেন ক্রুশল। অভিনেতা যদিও এ ব্যাপারে একেবারে মুখে কুলুপ এঁটেছেন। তিনটে ছবিতে অভিনেতার বিপরীতে কোন অভিনেত্রীরা থাকছেন, তা অবশ্য এখনও রহস্যই।
Durga Puja 2022: 'কী মহা সমারোহে'! পুজোর থেকে বাঙালির কাছে বেশি আপন পুজোর প্রেম
ছোট পর্দায় খুব জনপ্রিয় হয়েছিল ক্রুশলের 'কী করে বলব তোমায় ধারাবাহিকটি', রাধিকা-কর্ণ মানে ক্রুশল আহুজা-স্বস্তিকা দত্তের জুটি খুবই হিট হয়েছিল দর্শকের বিচারে।