অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) পড়েছেন মহা সমস্যায়। চারপাশে সবাই বলছে 'মিনির ট্রেলার (Mini Trailer) দেখলাম, দারুণ লাগল"। অবাক কাণ্ড, তার পরবর্তী ছবি মিনি-র ট্রেলার তো এখনও মুক্তিই পায়নি। বলি হচ্ছেটা কী? এমনই এক আশ্চর্য ভিডিও অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াত শেয়ার করেছেন। আদতে কিছু নয়, এ 'মিনি' ছবির প্রোমোশনই।
কিছুদিন আগে নিজের ছবি কিশমিশের ট্রেলার নিয়ে এরকম অভিনব প্রচার করতে দেখা গিয়েছিল অভিনেতা দেবকে।
মৈনাক ভৌমিক (Mainak Bhowmik) পরিচালিত ছবি 'মিনি'-র(Mini) শুটিং শেষ হয়েছিল গত অক্টোবরেই । বাকি ছিল পোস্ট প্রোডাকশনের কাজ । ৬ মে ছবি মুক্তি পাওয়ার কথা। ট্রেলার আসছে আর দিন কয়েকের মধ্যেই। দোল পূর্ণিমার পুণ্য তিথিতে প্রকাশ্যে এল ‘মিনি’ ছবির অফিসিয়াল পোস্টার। প্রথমবার মৈনাক ভৌমিকের ছবির নায়িকা হচ্ছেন মিমি চক্রবর্তী। ২০২১-এ ‘বাজি’-র পর নতুন বছরে এই ছবি নিয়ে বড় পর্দায় শিগগির দেখা মিলবে নায়িকার।
আরও পড়ুন, ফেলুদা থেকে একেন বাবু, বাঙালির সাসপেন্সের পিঠস্থান সেই দার্জিলিং
ইনস্টাগ্রামে অভিনেত্রী শুটিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন । ছবিগুলিতে বিভিন্ন মুডে দেখা গিয়েছে তিতলি ওরফে মিমিকে । কখনও তিতলি-মিনির মানে মাসি আর তার বোনঝির খুনসুটি, কখনও আবার তিতলির কান্না ভেজা চোখ । কিংবা পরিচালক মৈনাকের পাশে বসে অভিনয়ের খুঁটিনাটি দেখে নেওয়া । শুটিংয়ের এই মুহূর্তগুলি খুব মিস করবে বলে জানিয়েছেন মিমি ।
বন্ধুত্বের কোনও বয়স হয়? হয় না তো? সেই নিয়েই পরিচালক মৈনাক ভৌমিকের এই ছবি। মিনির চরিত্রে অভিনয় করছে, শিশুশিল্পী অয়ন্না চট্টোপাধ্যায় । মিমির চরিত্রের নাম তিতলি । মিনি ও তিতলির বন্ধুত্ব পর্দায় কতোটা জমে, তারই অপেক্ষায় দর্শকরাও ।
‘স্মল টক আইডিয়াস’-এর ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি। করোনার কারণে এতদিন ছবি মুক্তি পিছিয়ে ছিল।
দীর্ঘ দিন বড় পর্দায় আইকনিক কোনও চরিত্রে দেখা যায়নি মিমি চক্রবর্তীকে, সেদিক থেকে দেখতে গেলে কেরিয়ারের এই জায়গায় দাঁড়িয়ে মিনি হয়ে উঠতে চলেছে মিমির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ছবি।