সপ্তাহান্তে বিয়ে। ডেস্টিনেশন ওয়েডিং। বিয়ের ভেন্যুতে শুক্রবারই পৌঁছে গেলেন আপ সাংসদ রাঘব চড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। উদয়পুর বিমানবন্দরের বাইরেই হবু মিয়া বিবিকে স্বাগত জানাতে ছিল ভাঙরার ব্যবস্থা।
বিমানবন্দর থেকে বেরিয়ে দুজনে উঠলেন আলাদা আলাদা গাড়িতে। গন্তব্যও নিশ্চয়ই আলাদা। কারণ বর এবং বরযাত্রীর সকলের থাকার ব্যবস্থা তাজ লেক প্যালেসে, কনে পক্ষে উঠবে লীলা প্যালেসে। তাজ প্যালেস থেকে নৌকো করে রাঘব আসবেন পরিণীতিকে বিয়ে করতে।
চারহাত এক হওয়ার কথা আগামী রবিবার, ২৪ সেপ্টেম্বর।