সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রাতারাতি বদলে গিয়েছিল অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তীর জীবন। সে সময় নানা মহল থেকে জুটেছিল 'ডাইনি' অপবাদও। এই প্রথম সেই সব অন্ধকার দিন নিয়ে মুখ খুললেন রিয়া।
রিয়া বলেছেন, এখন 'ডাইনি' তকমাটাই তাঁর পছন্দ। আগে, সমাজে কাদের ডাইনি বলা হত, যাদের নিজস্ব মতামত ছিল, নিজের মতো স্বতন্ত্র ভাবনা ছিল। হ্যা ডাইনিরা নিজেদের মতো স্বাধীন চিন্তা ভাবনা করতে পারেন, নিজেদের সিদ্ধান্ত নিতে পারতেন। এই সব বৈশিষ্ট্য রীতিমতো পছন্দই করেন অভিনেত্রী।
মানসিক স্বাস্থ্য নিয়েও সোচ্চার হলেন রিয়া, বললেন ভারতের মতো দেশে মানসিক স্বাস্থ্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না।