বিয়ের আচারে যেটুকু পিতৃতন্ত্র, যেটুকু অসাম্য, ঘুচিয়ে দিতে চান ঋতাভরী চক্রবর্তী। নিজের কাজেও, আবার বাস্তব জীবনেও। দিদি চিত্রাঙ্গদার বিয়ের তেমনই এক আচার নিয়ে ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। স্বামী-স্ত্রী, দুজনেই দুজনের কপালে পরিয়ে দিয়েছিলেন সিঁদুর। সেই নিয়ে রীতিমতো ট্রোল্ড হন অভিনেত্রী, তার জবাবও দিলেন স্পষ্ট।
অভিনেত্রীর নিজের ছবি'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ছবিতেও একই আচার দেখানো হয়েছিল, দুজনেই দুজনের মাথায় সিঁদুর পরান। নিজের দিদির বিয়েতেও সেটাই হল। সেই ছবি কনের বোন ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই কমেন্ট বক্সে নবদম্পতির জন্য শুভেচ্ছাবার্তার পাশাপাশি এসেছে নানা তির্যক মন্তব্য।
অনেকেই সিঁদুরদানের সঙ্গে গুলিয়ে ফেলেছেন সন্তান প্রসবেরও। অবশেষে ট্রোলারদের সপাটে জবাব দিলেন ঋতাভরী। অভিনেত্রী লেখেন মানুষ এখনও প্রাকৃতিক নিয়ম এবং মানুষের বানানো নিয়ম গুলিয়ে ফেলে। প্রেগন্যান্সি প্রাকৃতিক নিয়ম আর সিঁদুর, ভাত কাপড়ের দায়িত্ব ইত্যাদি মানুষের বানানো। যেটুকু ভালো সেটুকু রেখে সাম্যের পথে এগোনোটাই কাম্য। তোমরা ভালো থেকো। কোনওটাই কারোর উপর চাপিয়ে দেওয়া না, যার যেটাতে সুখ, আনন্দ, সেটা বেছে নিও। আমরা খুব সুখে এবং ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে।’