ভাইজানের ৫৬ তম জন্মদিন। গ্র্যান্ড পার্টি না হয়ে যায়? সোমবার রাতে খান পরিবারের তরফে ছিল পার্টি নাইট। সেখানেই উপস্থিত হলেন এক ঝাঁক তারকা।
সঙ্গীতা বিজলানি, কার্তিক আরিয়ান, তাবু, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে এবং স্বয়ং কিং খানও উপস্থিত ছিলেন পার্টিতে। ম্যান ইন ব্ল্যাক হয়ে দাবাং স্টাইলে এন্ট্রি নিলেন সল্লু মিয়াঁ, কাটলেন বার্থডে কেক।
সলমনের দুই ভাই আরাবাজ এবং সোহেলকে সর্বক্ষণ দেখা গেল পার্টিতে, রীতেশ-জিনেলিয়া, সুনীল শেট্টি, সিদ্ধান্ত চতুর্বেদি, অঙ্গদ বেদিদেরও দেখা গেল পার্টিতে। তবে উপস্থিত তারকাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়লেন শাহরুখ। বন্ধু সলমনের জন্মদিনে বার্থডে বয়ের সঙ্গে ম্যাচিং পোশাকেই দেখা গেল তাঁকে। ক্যামেরার সামনে হাতে হাত রেখে পোজও দিলেন শাহরুখ-সলমন।