অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু তদন্তে রোজ নতুন তথ্য, নানা নতুন দাবি সামনে আসছে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে হিজাব পরিহিত তুনিশার একটি ছবি। সেই ছবি বাস্তবের নয়, শুটিং-এর, সাংবাদিক বৈঠকে দাবি শীজান খানের দিদির।
তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিনেতার দিদির দাবি, জেলের মধ্যে তাঁর ভাইয়ের উপর অত্যচার করছে পুলিশ।
তুনিশার পরিবারের তরফে জানানো হয়েছিল অভিনেত্রীর মৃত্যুর ১৫ দিন আগেই নাকি সম্পর্ক ভেঙে দেন শীজ়ান। সেই অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন অভিনেত্রী। শীজানের দিদির দাবি, তাঁদের আদৌ বিচ্ছেদ হয়নি। শীজ়ানের পরিবারের তরফে আঙুল তোলা হয়েছে তুনিশার পরিবারের দিকেই।