বিষ খাইয়ে ৬ টি কুকুরকে হত্যার চেষ্টা দক্ষিণ কলকাতার নামী আবাসনে। মাত্র একটি কুকুর কোনওরকমে বেঁচে গিয়েছে। পোস্ট মর্টেমে প্রমাণিত, কুকুরদের বিষই খাওয়ানো হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীলেখা মিত্র, তথাগত মুখোপাধ্যায়রা।
দুজনেই ফেসবুকে ঘটনাটি শেয়ার করেন। তথাগত আবাসনের নাম উল্লেখ করে বলেন এক অভিনেতা বিধায়ক নিজেও সেখানকার বাসিন্দা হয়া সত্ত্বেও চোখে ঠুলি পড়ে বসে আছেন কেন। শ্রীলেখা মিত্র স্পষ্ট করেন, অভিনেতা বিধায়ক আর কেউ নন, সোহম চক্রবর্তী। অভিনেত্রী কথা দিয়েছেন, এই ঘটনায় যথাযথ পদক্ষেপ করলে আগামী নির্বাচনে সোহমকে ভোট দেবেন। শ্রীলেখার পোস্ট শেয়ার করেছেন দেবলীনা দত্তও।
Sheezan Khan released: তুনিশা শর্মার মৃত্যুরহস্য এখনও অধরা, আদালতের নির্দেশে জামিন পেলেন শিজান খান
অন্যদিকে শনিবার গভীর রাতে নাকতলা রোডের একটি ফ্ল্যাটে আগুন লেগে পুড়ে মৃত্যু হল ৮ টি বিড়াল এবং একটি কুকুরের। স্থানীয় বাসিন্দাদের দাবি, খাঁচাবন্দি থাকায় আগুন লাগার ফলে বন্ধ ফ্ল্যাটে পুড়ে মৃত্যু হয় তাদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।