টলিউডে করোনা থাবা বসিয়েছে ভাল মতোই। বুধবার সামনে এল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) করোনা আক্রান্ত হওয়ার খবর।
নিজের নিজের কোভিড পজিটিভ (Covid Positive) হওয়ার খবর নিয়ে একটু মশকরা করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, "শুনেছিলাম, এবারেও যাদের হচ্ছে না, তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচি লিস্টে নেই"।
ফের শুরু সৌরভের দাদাগিরি! করোনামুক্ত মহারাজ
অর্থাৎ করোনা আক্রান্ত তিনিও।
সম্প্রতি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং দেব করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। করোনা আক্রান্ত সোহম, কৌশানী, বনি সেনগুপ্ত সহ বলিউডের একঝাঁক শিল্পী।