আবারও অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা দেশে। সোমবারবার দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দীপা ওরফে Powlen Jessica-র ঝুলন্ত দেহ উদ্ধার হল তার বাড়িতে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, আত্মঘাতী হয়েছেন ২৯ বছরের অভিনেত্রী। তাঁর ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট।
ঘটনায় কোয়েম্বাটোর থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। পুলিশ সুত্রে খবর, দীপার এক বন্ধু প্রভাকরণ, তাকে ফোনে না পেয়ে অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে তাঁর নিথর দেহ দেখতে পেয়ে পরিবার এবং পুলিশকে খবর দেন।
Subhendu Adhikary: টিটাগড়েড় স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর
থুপ্পারিভালান, বৈথার মতো ছবিতে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন দীপা।
ঠিক কী কারণে অভিনেত্রীর এই চরম পদক্ষেপ, তাও খতিয়ে দেখছে পুলিশ।
যদিও ঠিক কী ঘটেছিল, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। আদৌ দীপা আত্মহত্যা করেছেন কিনা তাও তদন্তের পর বলা সম্ভব। ।