টলিউডে যেমন শুক্রবার, টেলিউডে বৃহস্পতিবার! বড়ই বুক ধড়ফড়ানি, উত্তেজনার পারদ চড়তে থাকে এই দিনে। টিআরপি-র নিরিখে সেরা কে? এ যেন ঠিক সাপ লুডো খেলা। এ সপ্তাহের রাজা ঠিক পরের সপ্তাহেই হতে পারে ফকির। এ সপ্তাহে যেমন গত সপ্তাহের মতোই টিআরপি তালিকার শীর্ষে জ্বলজ্বল করছে জি বাংলার ধারাবাহিক গৌরী এলো।
দু'নম্বরে উঠে এল ধুলোকণা, প্রাপ্ত নম্বর ৭.৬। আর একধাপ নীচে নামলেও তৃতীয় স্থানে ঠিক জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী।
Gold Price Today: ধনতেরাসের আগে সস্তা হল সোনা-রুপো, জেনে নিন আজকের দাম
এক নজরে দেখুন সেরা পাঁচ ধারাবাহিকের তালিকা-
প্রথম- গৌরী এলো (৭.৮)
দ্বিতীয়- ধুলোকণা (৭.৬)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.২)
চতুর্থ- গাঁটছড়া (৭.৩)
পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৭.০)