রাধিকা-পোখরাজ, দুজনের জুটি বেশ ভালোই পছন্দ দর্শকদের, কিন্তু ধারাবাহিকের নতুন মোড় বলছে, বিচ্ছেদের দিকেই এগোচ্ছে গল্প। কেন্দ্রীয় চরিত্রদের ডিভোর্স হলে গল্প পছন্দ হবে বাংলা ধারাবাহিকের নিয়মিত দর্শকদের?
গল্পের কেন্দ্রীয় চরিত্রে সপ্তর্ষি মৌলিক-সোনামণি সাহা।
Jackie Shroff: 'সিনেমাহলে পপকর্নের দামটা একটু কমান' যোগী আদিত্যনাথের কাছে আবদার কোন তারকার?
এক্কা দোক্কায় রাধিকা-পোখরাজের প্রেম সেই ছোটবেলার, কিন্তু পোখরাজের পরিবারের তরফে বিয়ে মানতে নানা সমস্যা। রাধিকা আবার বিয়ে করেছে অন্য কারণে। অন্যায় ভাবে বাবাকে ফাঁসানো হয়েছিল মিথ্যে অভিযোগে, বাবাকে নির্দোষ প্রমাণ করতেই শত প্রতিকূলতা সহ্য করে পোখরাজের বাড়ির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় ছিল রাধিকা। কিন্তু গল্পে নতুন বাঁক। বিবাহ বিচ্ছেদের পথে নায়কনায়িকা? সত্যিই বিচ্ছেদ হবে? যদিও হ্যাপি এন্ডিং দেখার প্রতীক্ষায় দর্শক।