ধর্ষণের অভিযোগে শাকিব খানের (Shakib Khan) বিরুদ্ধে মামলা করেছিল প্রযোজক রহমত উল্লাহ । এবার পাল্টা প্রযোজকের বিরুদ্ধে মামলা করলেন বাংলাদেশের অভিনেতা শাকিব । 'চাঁদা দাবি ও হত্যার হুমকি’-র অভিযোগে মামলা করেছেন তিনি । অভিনেতার অভিযোগ, তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ।
সম্প্রতি, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গিয়েছিলেন শাকিব । সেখানেই তিনি মামলাটি দায়ের করেন । শাকিবের মামলার ভিত্তিতে আদালত প্রযোজককে আগামী ২৬ এপ্রিল হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন । আদালত থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাকিব বলেন, "মামলা করার জন্য গুলশন থানায় গিয়েছিলাম । সেখান থেকে আদালতের কাছে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল । আমি আদালতে মামলাটা দায়ের করেছি । আশা করছি ন্যায়বিচার পাব ।"
অষ্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি ছবির শুটিং করতে গিয়ে শাকিবের নানা কীর্তি, তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ছবির প্রযোজক রহমত উল্লাহ । ২০১৭ সালে ঘটনাটি ঘটলেও, এখন বিষয়টি সামনে এনেছেন ওই প্রযোজক । মামলাও করেছেন । ঘটনায়, শাকিবের পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী বুবলি । তাঁর অভিযোগ, শাকিব চক্রান্তের শিকার । অন্যদিকে, শাকিব খানের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগকে খারিজ করেছেন পরিচালক আশিকুর রহমান ।