বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোয় (Durga Puja) ঢাকে কাঠি পড়েই গেছে। আকাশে শরতের মেঘ বা কাশফুলের দেখা না মিললেও পুজোর মেজাজ সর্বত্র। বেশ কয়েকটি পুজো কর্তৃপক্ষ ঘোষণা করেছে তাঁদের পুজোর থিম ও পুজোর মুখ। এরই মধ্যে কাঁটাতার ভুলে এ পারের উদযাপনের সামিল ও পারও। কলকাতার দুটি জনপ্রিয় ক্লাবের এ বছরের পুজোর মুখ বাংলাদেশের নামী অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas)।
সম্প্রতি কাঁকুড়গাছি যুবকবৃন্দ ও ৬৯ তপসিয়া গেট ঘোষণা করেছে যে এবছর তাঁদের পুজোর মুখ হতে চলেছেন অপু বিশ্বাস। শোনা গেছে, এ কাজের জন্য পারিশ্রমিকই নিচ্ছেন না অভিনেত্রী।
Heart disease: কেকে, সিদ্ধার্থ শুক্ল, থেকে সোনালি ফোগত- কেন এত হৃদরোগের আধিক্য? জেনে নিন
সম্প্রতি কলকাতায় দুই পুজো মন্ডপে দুর্গার সাজে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। দুই রূপে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সে সব ছবিও।
বাংলাদেশের নামী নায়িকা তো বটেই, সুপারস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী হিসেবেও তিনি ভীষণ জনপ্রিয় বাংলাদেশে। বর্তমানে নিজের প্রোডাকশন হাউজও খুলেছেন অপু।