শুটিং চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের(Bangladesh's Actress) জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি(Eamin Haque Bobby hospitalized)। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করা হয় ঢাকার এক নার্সিংহোমে। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই খবর। তবে এখনও নেবুলাইজার চলছে বলেই জানা গিয়েছে। গত ১৬ জানুয়ারি থেকে ‘মেঘ কন্যা’ নামক এক ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। বরিশালের উলানিয়া দ্বীপে(Ulania Island) শুটিং চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। আপাতত দিন দশেকের বিশ্রামে থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী(Eamin Haque Bobby) নিজেই জানান, 'জ্বর, কাশি, মাথাব্যথা হয়েছিল বরিশালে(Barishal) চিকিৎসকের কাছে গেছিলাম। বাড়াবাড়ি হলে ২১ জানুয়ারি ঢাকায়(Dhaka) চলে আসি। তারপর টেস্ট করলে নিউমোনিয়া ধরা পড়ে।' অসুস্থতার জেরে তাঁর স্বাভাবিক খাওয়াদাওয়ায় ছেদ পড়েছে বলেই খবর। তাঁর অসুস্থতার খবর উদ্বিগ্ন ববির ভক্তদের একাংশ।
আরও পড়ুন- Sania Mirza-Shoiab Malik: সানিয়ার শেষ গ্র্যান্ডস্লাম! ম্যাচের বেশ খানিকক্ষণ পর এল শোয়েব মালিকের টুইট