শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, তারপর হাসিনার পদত্যাগের দাবি, সেখান থেকে অসহযোগ আন্দোলন এবং শেষমেশ শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশে সেনা শাসিত অন্তর্বর্তী সরকার। দীর্ঘ লড়াই আন্দোলনের পথ পেরিয়ে এল পড়শি বাংলা দেশ। পরিস্থিতি এখনও উত্তাল। সেই নিয়ে ওপার বাংলার কোন তারার কী মত, একটু দেখে নেওয়া যাক।
বাংলাদেশের বাণিজ্যিক ছবির সুপারস্টার শাকিব খান। শাকিব 'নতুন বাংলা' নিয়ে কী বলছেন? নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের স্টোরিতে নিজের বিবৃতি শেয়ার করে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয় হয়েছে। উত্তাল এই সময়ে জাতি-ধর্ম নির্বিশেষে দেশের সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিয়েছেন।
শাকিবের প্রাক্তন স্ত্রী তথা অপু বিশ্বাসও একই সুরে আন্দোলনকারী ছাত্রদের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছেন। আরও একটি পোস্ট করে অপু জানিয়েছেন, তিনি যে কোনও হিংসার বিরুদ্ধে।
পরী মণি, গতকাল হাসিনার ইস্তফার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন, উল্লেখ করেছিলেন, তিন বছর আগে ঠিক একই দিনে বাংলাদেশ সরকার তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, একই পোস্টে পরী জানান, প্রকৃতি সব হিসেব রাখে। পরের পোস্টে পরী বাংলাদেশের শান্তি কামনা করে, সমস্ত রকম সহিংসতার অবসানের বার্তা দেন।
দুই বাংলার দারুণ জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অবশ্য হাসিনা সরকারের পতনের ২৪ ঘণ্টা পরেও চুপ। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই সংক্রান্ত কোনও পোস্ট নেই। তবে সপ্তাহ তিনেক আগে ছাত্র আন্দোলনের প্রাথমিক পর্যায়ে চঞ্চল দু'পক্ষের আলোচনা চেয়েছিলেন, পোস্ট করে রক্তাক্ত বাংলাদেশে শান্তির বার্তা দিয়েছিলেন। ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেতা মোশারাফ করিমও অস্থির সময়ে একেবারেই নীরব। কোনও বার্তা দেননি তিনি। জয়া এহসানের সোশ্যাল মিডিয়া পোস্টেও কোনও আপডেট নেই।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া কিন্তু বিগত কয়েকদিন ধরেই ছাত্র আন্দোলনের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছেন, এ থেকে স্পষ্ট তিনি, বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনেই বার্তা দিয়েছেন। প্রসঙ্গত, উল্লেখ্য শ্যাম বেনেগল পরিচালিত মুজিব ছবিতে নুসরত শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রীর প্রোফাইলে হাসিনার সঙ্গে তাঁর ছবিও রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে শহীদ ছাত্রদের শ্রদ্ধা জানিয়ে 'স্বাধীন' বাংলাদেশে ন্যায় এবং সাম্যের পক্ষে বার্তা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ওপার বাংলার আরেক অভিনেত্রী তাসনিয়া ফারিন দিন দুয়েক আগে একটি দীর্ঘ পোস্ট করে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন।
নুসরত ইমরোজ ত্বিষা নিজের ফেসবুক স্টোরিতে ছাত্র আন্দোলনের একটি আইকনিক ছবি শেয়ার করে লিখেছেন 'স্বাধীন দেশে স্বাগতম'। ত্বিষার স্বামী তথা বাংলাদেশের প্রখ্যাত পরিচালক মোস্তাফা ফারুকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরিই হাসিনা প্রশাসনের সমালোচনা করে উত্তাল এই সময়ে সেনাবাহিনীকে দেশের শৃঙ্খলা ফেরানোর বার্তা দিয়েছেন।