সম্পর্ক নাকি তলানিতে এসে ঠেকেছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরি মণী জানিয়েছিলেন, স্বামী রাজের বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে চলে এসেছেন। কিন্তু এক সপ্তাহ গড়াতেই কোথায় কী! স্বামী শরিফুল রাজের সঙ্গেই দুবাই উড়ে গেলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরি মণী।
স্বামী শরিফুল এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন পরিমণী। রাজও জানিয়েছিলেন, অভিযোগ সম্পর্কে কিছু বলার নেই, তবে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনাও নেই। ঘটনার পর এক সপ্তাহও কাটেনি, স্বামী-স্ত্রী উড়ে গেলেন দুবাই। শুধু তাই-ই নয়, দুজনের সম্ভাব্য বিচ্ছেদ সংক্রান্ত সমস্ত পোস্টও ডিলিট করে দিয়েছেন অভিনেত্রী।
গত বছরের শুরুতেই শরিফুল- পরির বিয়ে হয়েছিল, ২০২২-এই পরীর কোল আলো করে আসে পুত্র সন্তান রাজ্য। তবে বছরের শেষ দিকেই শোনা যায় শরিফুলের নতুন নাইকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে অভিনেতার ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি রয়েছে পরীর, দুজনের মধ্যে তৈরি হওয়া দূরত্বের পেছনেও নাকি একই কারণ।