ফের মা হলেন পদ্মাপাড়ের অভিনেত্রী পরীমণি। রাজ্যর পর এবার তাঁর ঘরে এল রাজকুমারী। কন্যা সন্তান দত্তক নিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী। লক্ষ্মীবারেই তাঁর ঘরে এল লক্ষ্মী। আদর করে তিনি মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। ভাই রাজ্যর সঙ্গেই ঘর আলো করে রয়েছে পরী কন্যা প্রিয়ম। তবে এখনই মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি পরী।
উল্লেখ্য, ওপার বাংলার পরীর সঙ্গে বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। তবে সেসব সামলে ‘বাঁচতে’ জানেন পরী। মাদক কাণ্ডে জেলে যাওয়াই হোক, বা স্বামীর সঙ্গে বিচ্ছেদ বিতর্ক তাঁর পিছু ছাড়তে চায় না। পরীমণীর কথায়, জীবনে কোনও কিছু পরিকল্পনা করে করেন না তিনি। প্রিয়মকে কোলে নিয়েই নাকি সে নারীর টান অনুভব করেছিল, তার পরেই সন্তানের স্বীকৃতি দিয়ে তাঁকে ঘরে নিয়ে এসেছেন অভিনেত্রী।